কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় তসলিমা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক চালককে আটক করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে কক্সবাজার শহরের কলাতলী আদর্শ গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হুদা।
তসলিমা কলাতলী আদর্শ গ্রাম এলাকার হেলালের মেয়ে ও কক্সবাজার উত্তরন মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
নিহত কলেজছাত্রীর স্বজনের বরাদ দিয়ে ওসি (তদন্ত) বলেন, প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে কলাতলী সড়ক বিভাগের রেস্ট হাউজ এলাকায় কক্সবাজার শহর মুখী এক অটোরিকশা তসলিমাকে ধাক্কা দেয়। এতে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ধাওয়া করে ঘাতক চালক ও অটোরিকশাটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এবিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
Leave a Reply