বিশেষ প্রতিবেদক :: কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধি জরুরি। এছাড়া নালা নর্দমা পরিস্কার ও মশক নিধন অভিযান যথাযথ বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকি করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ করেন তিনি।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সিভিল সার্জন ডা বিপাশ খীসা, জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা মোমিনুর রহমান, বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো আব্দুল কাদের গণি,পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সরোয়ার সালাম, সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় কুতুবদিয়ায় গ্রাহকদের মাঝে শতভাগ বিদ্যুত সংযোগ ও বিতরণ নিশ্চিতকরণ,উপজেলাগুলোর মডেল মসজিদ নির্মাণ কাজের অগ্রগতি,বর্জ্য ব্যবস্থাপনা,সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট,যানজট নিরসন, টসিবিরি চাল সঠিকভাবে বিতরণ,মৎস্য সম্পদ,প্রাণী সম্পদ,বন ও পরিবেশসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।
Leave a Reply