1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
কক্সবাজারে নেপালিকে ছিনতাইয়ের ঘটনায় ২ মাস পর আটক - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পূর্বাহ্ন

কক্সবাজারে নেপালিকে ছিনতাইয়ের ঘটনায় ২ মাস পর আটক

  • আপলোড সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫৭ জন দেখেছেন

কক্সবাজারে নেপালের নাগরিক রবি কুমারকে ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে আটক করেছে টুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (১৮ জুলাই) ঘটনার প্রায় দু’মাস পর কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটক ছিনতাইকারী জাকির হোসেন (১৯) কক্সবাজার শহরের ঘোনাপাড়া এলাকার আমজুলের ছেলে।

টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, বুধবার (২৪ মে) নেপালের নাগরিক রবি কুমার পর্যটক হয়ে কক্সবাজার বেড়াতে আসেন। ওই দিন তিনি গাড়ি থেকে নামতেই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তার সবকিছু কেড়ে নেয়ার উদ্দেশে ছুরিকাঘাত করে। এ সময় তাকে উদ্ধারে আশপাশের লোকজন তাকে রক্ষা করতে এগিয়ে আসতেই পালিয়ে যায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা।

টুরিস্ট পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, ঘটনার পরদিন থেকে পুলিশ জড়িত ছিনতাইকারীদের ধরতে অভিযান চালিয়ে আসছিল। শহরের যতসব ছিনতাইকারী আছে তাদের ছবি সংগ্রহ করা হয়। পরে ছবি দেখে মঙ্গলবার রাতে সমুদ্র সৈকত এলাকা থেকে জাকির হোসেন নামে একজনকে সন্দেহভাজনকে আটক করা হয়।

তিনি আরো বলেন, আটকের পর তার ছবি নেপালি পর্যটককে দেখালে তিনি ছিনতাইকারীকে চিহ্নিত করেন। এরপর আটক ছিনতাইকারীকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সূত্র : ইউএনবি

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x