বার্তা পরিবেশক:
মসজিদের নির্মান কাজ ভালো করে করতে বলায় ঠিকাদার ও ঠিকাদারের লোকেরা দিনদুপুরে হামলা ও মারধর করেছে খোদ মসজিদ কমিটির সহ-সভাপতি এডভোকেট আয়াছুর রহমানকে। মসজিদের ভেতর এই হামলা ও মারধর করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৩ টার কিছু সময় পর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন নির্মানাধীন কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদের পিলারের কিউরিং ভালো করে করতে বলায় তার উপর এ হামলা বলে জানান এডভোকেট আয়াছুর রহমান।
কক্সবাজারের প্রবীণ সাংবাদিক, বিশিষ্ট আইনজীবী এবং রাজনীতিবিদ এডভোকেট আয়াছুর রহমান এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মো: বেলাল উদ্দিন বেলাল। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন সেই দোয়াও করেন মো: বেলাল উদ্দিন বেলাল।
বর্তমানে আহত আয়াছুর রহমানসহ চার আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply