1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনা মনোনয়ন প্রত্যাশী - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:০২ পূর্বাহ্ন

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনা মনোনয়ন প্রত্যাশী

  • আপলোড সময় : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১০০ জন দেখেছেন
মুহাম্মদ তাহের নঈম::
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও কক্সবাজার সদর ঈদগাঁও উপজেলা শাখার সদস্য,এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনা। তাকে ঘিরে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত বলে ও দাবী করেন তার ভক্তরা ।
এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনা ছাত্র রাজনীতির মধ্যদিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে হাতেখড়ি। আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সাহসি সৈনিক হিসেবে তিনি অধিক  পরিচিত।
গতকাল দৈনিক কক্সবাজার৭১ কে দেয়া একান্ত সাক্ষাতকালে উক্ত আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বলে তার অবস্থান স্পষ্ট করেন।
তার শিক্ষাগত যোগ্যতা বি.এ. এলএল.বি। পেশায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের স্বনামধন্য
আইনজীবী।
কার্যকরী সদস্য, বাংলাদেশ সুপ্রীমকোর্ট বার এসোসিয়েশন ( ২০১৬-২০১৭)।
বাংলাদেশ সুপ্রীম কোর্টের গুরুত্বপূর্ন মামলার সমূহ এবং রাজনৈতিক বিষয়াদী সর্ম্পকিত সঠিক তথ্য বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগনের কাছে সরবরাহ করে আসছি। যাদের মধ্যে ডিজি এফ আই, এন এস আই, স্পেশাল ব্রাঞ্চ উল্লেখযোগ্য।
সাংগঠনিক কার্যক্রম:
বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ১৯৯১ থেকে শুরু করে ২০০১ পর্যন্ত প্রতিটি নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে  এবং ২০০৪ থেকে অদ্যবধি বাংলাদেশ আওয়ামী আইনজীবি পরিষদ বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এর একজন সদস্য হিসেবে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচন এবং চারদলীয় জোট বিরোধী আন্দোলনে বাংলাদেশ  আওয়ামীলীগের কর্মসূচীতে সক্রিয় ভূমিকা রাখেন এবং বর্তমানেও
অব্যাহত রেখেছেন ।
বিগত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পূর্ব থেকেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আইনজীবীদের সাথে নিয়ে আমার তৎকালিন সিনিয়র প্রয়াত এড. সাহারা খাতুনের নির্বাচনী এলাকায়, ব্যারিষ্টার ফজলে নূর তাপস এর নির্বাচনী এলাকায়, এড. কামরুল ইসলামের নির্বাচনী এলাকায় এবং কক্সবাজার জেলার ৪টি নির্বাচনী এলাকায় দিনরাত সার্বক্ষনিক নির্বাচনী প্রচারনা চালান লিনা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০১৮ এর বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটি এবং আইন সহায়তা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সহ প্রায় প্রতিটি ইলেকশন সম্পর্কিত মামলার আইনী পদক্ষেপ নেয়া হয় প্রায় প্রত্যেকটিতে উল্লেখযোগ্য ভাবে তিনি অংশগ্রহণ করেন।
আওয়ামী যুব আইনজীবী পরিষদের
সাবেক সিনিয়র সহ-সভাপতি  সুপ্রীম কোর্ট শাখা হিসেবে তিনি তরুন আইনজীবীদের মজিব আর্দশের রাজনীতিতে উদ্ভুদ্ধ করেন এবং সাবেক যুগ্ম সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী মহিলা আইনজীবী পরিষদ এর কার্যক্রমে অংশগ্রহন করেন।
ছাত্র জীবনের রাজনৈতিক অবস্থান ::
পারিবারিকভাবে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আওয়ামীলীগের রাজনীতির সাথে সর্ম্পৃক্ত থাকার পাশাপাশি দীর্ঘ ২৫ বছর যাবৎ
 সাংগঠনিক দ্বায়িত্ব পালন করে আসছে।
এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনা
 ( ১৯৯৩-৯৫) বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার সরকারী কলেজ।
মহিলা সম্পাদিকার দায়িত্ব পালন করেন।  ( ১৯৯৯-২০০২) আওয়ামী আইন ছাত্র পরিষদ, সেন্ট্রাল ল’ কলেজে ও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আওয়ামীলীগ তথা দলীয়  স্বার্থে তার গুরুত্বপূর্ন মামলা সমূহঃ-
২০০৫ সাল থেকে প্রতিটি দলীয় মামলায় বিনা পারিশ্রমিকে অংশগ্রহন, তন্মধ্যে উল্লেখযোগ্য বঙ্গবন্ধু হত্যা মামলা, আহসান উল্লাহ মাষ্টার হত্যা মামলা, বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটি মামলা, গ্রেনেড হামলা মামলা, ওয়ান ইলেভেন’র পরবর্তীতে নেত্রীর বিরুদ্ধে ও জাতীয় নেতা কর্মীদের বিরুদ্ধে প্রতিটি মামলা ইত্যাদি।
তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার রীটঃ-
তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার বন্ধে আইনজীবী নাসরিন সিদ্দিকী লিনা মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।
ভবিষ্যতে কোনো পত্রিকা, ইলেট্রনিক মিডিয়া বা সামাজিক মাধ্যমে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেকের বক্তব্য প্রকাশ, প্রচার, সম্প্রচার বা পুনঃউৎপাদন বন্ধের কার্যকর ব্যবস্থা নিতে তথ্য সচিবের প্রতি নির্দেশনা চান বাদী লিনা।
রীট পিটিশন নং- ১১৯/২০১৫। উক্ত রীটের কাঙ্খিত আদেশনামার ফলশ্রুতিতে বাংলাদেশের গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য অদ্যবধি প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তার রীটের ফল পলাতক আসামি হিসেবে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
হরতালের বিরুদ্ধে দুটি রীট পিটিশন নং যথাক্রমে ১৩৯৯/২০১৫ এবং ১৪০০/২০১৫তে  আইনজীবী হিসেবে অংশগ্রহণ করেন এডভোকেট লিনা।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বিষয় পাঠ্যবই এ সংযুক্তি বিষয়ে নির্দেশনা চেয়ে জনস্বার্থে তিনি বাদী হয়ে ২০১৪ সালে একটি রীট আবেদন করেন। যার রীট পিটিশন নং ৫৫৫৫/২০১৪।
অবহেলিত মুক্তিযোদ্ধাদের বন্ধ হয়ে যাওয়া ভাতা চালু করতে বিনা পারিশ্রমিকে আইনী সহায়তা প্রদানে তার ভূমিকা প্রশংসনিয়।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনা
পরিবারের ভূমিকাঃ-
তার প্রয়াত বাবা এড.সৈয়দুল হক স্বাধীনতা সংগ্রামে কক্সবাজারে সংগ্রাম কমিটির কোষাধক্ষ হিসেবে সক্রিয় অংশগ্রহন করেন। ১৯৬৩ সালে চট্টগ্রাম জেলা ছাত্রলীগের সদস্য ও কাউন্সিলর হিসেবে ছাত্রলীগের জাতীয় সম্মেলনে যোগ দেন। শ্বশুর মরহুম মুজিবুর রহমান নারায়নগঞ্জ জেলার আড়াই হাজার থানার  আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন।
৭৫-এর পটপরিবর্তনের পর তার পরিবারের ভূমিকা ঃ
বাংলাদেশ ট্যাক্সেস ল’ইয়ারস এসোসিয়েশন এর সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে কক্সবাজার ট্রাক্সেস ল’ইয়ারস এসোসিয়েশন এর সভাপতি আমার পিতা জনাব এড. সৈয়দুল হক আওয়ামীলীগের রাজনীতি থেকে কখনও বিচ্যুত হয়নি। জিয়া ও এরশাদ বিরোধী  আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে মুজিব আদর্শকে ধারন করে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রাম ও নির্বাচনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
১১ জানুয়ারি ২০০৭-এর পরবর্তী সময়ে এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনার ভূমিকা ঃ
১৬ জুলাই ২০০৭ এ জননেত্রী শেখ হাসিনা গ্রেফতার হলে আমার সিনিয়র  তৎকালীন বর্তমান মরহুমা এড. সাহারা খাতুনের সাথে আমার স্বামী এড. লিখনসহ আদালতে নেত্রীর প্রতিটি মামলায় উপস্থিত ছিলাম। গ্রেফতারের প্রতিবাদে যুব আইনজীবীদের সাথে প্রতিবাদ মিছিল ও মিটিং এ সক্রিয় অংশগ্রহন করি। এছাড়া কালো ব্যাচ  ধারণ, দোয়ামাহফিল এবং নেত্রীর মুক্তির দাবীতে গণস্বাক্ষরের কর্মসূচি পালন করেন এবং তাদের আহবানে অগণিত আইনজীবীগন সহমত পোষনপূর্বক গণস্বাক্ষর নামায় স্ব-স্ব স্বাক্ষর প্রদান করেন।
রাজনৈতিক প্রতিকুলতা ঃ
২১ শে আগষ্ট, ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলার সময় পুলিশি হামলায় আহত হই।
১/১১ এর সময নেত্রীর(বর্তমান প্রধানমন্ত্রী)  মুক্তির দাবীতে মিছিলে পুলিশি নির্যাতনের শিকার হন।
৭ই জানুয়ারী ২০১৫ তে তারেক জিয়ার বক্তব্য মিডিয়াতে প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে রীট আবেদন করলে আমি ও আমার পরিবারের সদস্যরা জীবনের হুমকি, বি.এন.পি- জামায়তের হুমকি-ধামকি ও সীমাহীন মানষিক ও শারীরিক অত্যাচারের সম্মুখীন হন। এমনও হয়েছে যে, সুপ্রীমকোর্ট থেকে বাসায় ফেরার পথে তার রিক্সাকে লক্ষ্য করে ককটেল ছুরে মেরেছে এবং ককটেল বিস্ফোরনের বিকট শব্দে ভীত সন্ত্রস্ত হয়ে রিক্সাওয়ালা তার রিক্সা থেকে নামিয়ে দিয়ে পলায়ন করেছে। এর পর তাকে শিশু সন্তানদের স্কুলে পাঠানো থেকে বিরত থাকতে হয়। এমনকি প্রতিপক্ষের অব্যাহত হুমকির মুখে একাধিকবার ভাড়া বাসাটি পরিবর্তন করতে বাধ্য হন।
শুধু এখানেই শেষ নয়,
খালেদা জিয়ার মামলার রায়ের পর বিএনপি-জামায়াত পন্থী আইনজীবীরা কোর্ট বর্জন করে কলাপসিবল গেটে তালা ঝুলিয়ে দেয়। পরবর্তীতে তালাবদ্ধ কলাপসিবল গেইটের তালা ভাঙ্গার প্রাক্কালে আমার হাতে বিএনপি- জামাত পন্থী আইনজীবিদের আঘাতে এতটাই গুরুতর হয় যে তৎক্ষনাত আমার হাত থেকে রক্ত ঝরতে থাকে এবং মাংসপেশীতে গুরুর জখম হয়।
সামাজিকভাবে সাংগঠনিক অবস্থান:
উপদেষ্টা মন্ডলীর সদস্য ঃ চট্টগ্রাম সমিতি, ঢাকা।
সদস্য, বাংলাদেশ মহিলা সমিতি।
সাবেক সদস্য, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক, চট্টগ্রাম সমিতি, ঢাকা,সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রচার প্রকাশনা সম্পাদিকা, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী কল্যান সমিতি, ঢাকা।
সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম::
করোনাকালীন এবং তৎ পরবর্তী সময়ে কক্সবাজার এর হত দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা সহ ত্রান, ইফতার সামগ্রী, ঈদ উপহার, শীর্তাত্ততের মাঝে শীত বস্ত্র বিতরন  অদ্যাবধি অব্যাহত রেখেছেন।
বাংলাদেশ আওয়ামীলীগের ব্যানারে উঠান বৈঠক এর মাধ্যমে গ্রামের সাধারন মানুষকে মুজিব আদর্শের তথা নৌকার পক্ষে জনমত গঠন করতে জোড়ালো প্রচেষ্টা অব্যাহত রাখেন এডভোকেট লিনা।
জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে “সুচিন্তা ফাউন্ডেশন’’ এর কার্যক্রম ‘‘ জাগো তারুণ্য, রুখো জঙ্গীবাদ’’ ও ‘‘বঙ্গবন্ধুর গল্প শুনি, মুক্তিযুদ্ধের গল্প বলি’’ আয়োজনে নিয়মিত অংশগ্রহন করে আসছেন তিনি।
ফিউচার লাইফ স্বেচ্ছাসেবী সংগঠন ও মাদকাসক্ত চিকিৎসা ও পূর্নবাসন কেন্দ্রর উপদেষ্টা।
বাংলাদেশ মহিলা সমিতির পক্ষে সচেতনতামূলক আইনী পরামর্শ কর্মশালা ও নিজস্ব তহবিল থেকে দুঃস্থ, হতদরিদ্র ও রাজনৈতিক মামলা বিনা পারিশ্রমিকে সেবা প্রদান করেন।
পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী সমিপে এডভোকেট লিনা ছিদ্দিকীর আবেদন::
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহোদয় ১৮ কোটি মানুষের শ্রদ্ধেয় মানবতার মা এবং অভিভাবক। আপনার মাধ্যমে আমার আকুল আবেদন যে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ এ আমাকে মনোনয়ন প্রদান করলে আমি আপনার দেওয়া মনোনয়নের সম্মান যথাযথ মর্যাদায় রক্ষা করতে বদ্ধ পরিকর।
তারুণ্য নির্ভর এই বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় আমি সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আদর্শিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে আপনার হাত কে শক্তিশালী করার লক্ষে এবং বাংলাদেশ আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের যে রাজনীতি ধারন করতে শিখেছি, আমি তা আমার কক্সবাজার জেলারবাসীর উন্নয়নের জন্য, ন্যায়বিচার এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োগ করব। মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়, আপনার আদর্শে আদর্শীত হয়ে  আপনার  নির্দেশনা  এবং শিক্ষা বুকে ধারন এবং লালন করে এগিয়ে যাচ্ছি। আমার কক্সবাজার জেলাকে বাংলাদেশের অন্যতম শান্তি প্রিয় এবং উন্নয়নশীল জেলা হিসেবে গড়ে তুলতে  সর্বোপরি কক্সবাজার এর মাটিকে নৌকার ঘাটি হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।
পরিশেষে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে কক্সবাজার -৩ (সদর-রামু-ঈদগাঁও)
আসনে মনোনয়ন দিয়ে দেশ ও জাতীর  উন্নয়নে কাজ করার সুযোগ করে দিলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।
ধন্যবাদান্তে:
এডভোকেট নাসরীন ছিদ্দিকা লিনা
সদস্য, আইন বিষয়ক উপ-কমিটি
বাংলাদেশ আওয়ামী লীগ
মোবাইলঃ- ০১৭১৩৪০১১৯১

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x