1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
কক্সবাজারে বাসে মিলল হেরোইন - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন

কক্সবাজারে বাসে মিলল হেরোইন

  • আপলোড সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ৩২ জন দেখেছেন

ঢাকা থেকে কক্সবাজারগামী বাসে অভিযান চালিয়ে ২ কেজি ২৪২ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরিপাড়া এলাকার মহাসড়কে এ অভিযান চালানো হয়।

 

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বলেন, মাদক পাচারের সংবাদ পেয়ে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উত্তর মুহুরিপাড়ায় অবস্থান নেয় বিজিবি। এ সময় একটি কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মালিকবিহীন ২ কেজি ২৪২ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

 

জব্দকরা হেরোইন পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক।

 

এর আগে গত ৫ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরিপাড়া এলাকায় সড়কের ওপর একটি বাসে অভিযান চালিয়ে ২ কেজি ১৯৫ গ্রাম হেরোইন জব্দ করে বিজিবি।

 

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x