1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
সাগরে লঘুচাপ, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পূর্বাহ্ন

সাগরে লঘুচাপ, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • আপলোড সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৬ জন দেখেছেন

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে সপ্তাহজুড়ে বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে কক্সবাজার উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

কক্সবাজার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান বলেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে।

এদিকে  আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, লঘুচাপটি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলে অবস্থান করছে।

এর প্রভাবে বঙ্গোপসাগরের কাছাকাছি উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এতে আরো বলা হয়,কক্সবাজার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে জেলার কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। আগামী পাঁচদিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x