নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার থেকে উখিয়া হয়ে টেকনাফ পালানোর সময় পুলিশের হাতে আটক হলো আওয়ামীলীগ নেতা সাইফ উদ্দিনের হত্যাকারী আশরাফুল ইসলাম।
সোমবার দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটের সময় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি তাকে আটক করে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ রোকনুজ্জামান জানান, পালকি পরিবহন থেকে আশরাফুল কে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২ টা ৪০ মিনিটে উখিয়া থেকে টেকনাফ গামী পালকি পরিবহনে অভিযান চালিয়ে আশরাফুল কে আটক করা হয়।
তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে আটক আশরাফুল আওয়ামীলীগ নেতা সাইফ উদ্দিন হত্যায় দায় স্বীকার করেছেন।
আশরাফুলের বাড়ী কক্সবাজার শহরের দক্ষিন পাহাড়তলীর ইসলামপুর এলাকায়। তার বাবার নাম হাসেম মাঝি। আশরাফুল কে সিসিটিভি ফুটেজ দেখে সনাক্ত করা হয়।
অনুসন্ধানে জানা গেছে, এ হত্যায় আশরাফুল একা নয় তার সাথে অন্তত আরো ২ জন জড়িত আছে বলে একটি সূত্র বলছে। নিহত সাইফ উদ্দিনের মটর সাইকেল কার কাছে এবং পরিকল্পনায় আর কে রয়েছে তা জানা যাবে শীঘ্রই।
Leave a Reply