1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, স্বামী উধাও - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহে স্ত্রীকে হত্যা, স্বামী উধাও

  • আপলোড সময় : শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ১৬৯ জন দেখেছেন
মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে আদিয়া খাতুন (২৩) নামের এক রোহিঙ্গা স্ত্রীকে তার স্বামী জবাই করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক পলাতক রয়েছেন।
নিহত আদিয়া খাতুন (২৩) টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প-২৫ ব্লক -ডি/৬ এর ছামসু আলমের মেয়ে।
শুক্রবার (২৫) আগস্ট সকাল ৯টার দিকে টেকনাফের আলীখালি রোহিঙ্গা ২৫ নম্বর ক্যাম্পের এ ডি/৬ ব্লকের তার নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।বিষয়টি জানিয়েছেন ২৫ নম্বর ক্যাম্পের মাঝি নুরুল আমিন।
আলীখালী রোহিঙ্গা ২৫ নম্বর ক্যাম্পের মাঝি নুরুল আমিন বলেন,আদিয়া খাতুন(২৩) ও নুর কামাল (২৪) এর মধো পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে ঝগড়া-বিবাদ চলে আসছিল বলে জানা গেছে। শুক্রবার জানতে পারলাম তার নিজ বসত ঘরে সকাল ৯টার দিকে তাদের মধ্যে আবারো ঝগড়া লাগলে নুর কামাল উত্তেজিত হয়ে
স্ত্রী আদিয়া খাতুনকে ছুরি দিয়ে জবাই করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পরে আমরা এপিবিএন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান,২৫ নম্বর আলীখালি রোহিঙ্গা ক্যাম্পে এ
ডি/৬ ব্লক থেকে আদিয়া খাতুন (২৩)নামের এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে ওসি জানায়।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x