কক্সবাজারের ঈদগাঁওতে পালিত হচ্ছে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঈদগাঁও উপজেলা শাখা এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের নিহত সদস্যদের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে আলোচনা সভা।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
প্রধান বক্তা ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট একরামুল হুদা।
সভায় সভাপতিত্ব করেন ঈদগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির খান।
আলোচনা অনুষ্ঠানে ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম এম ইউ পি, পোকখালি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুজাহের আহমদ, ঈদগাঁও উপজেলা কৃষক লীগ সভাপতি আবছার কামালসহ জেলা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ভাতৃপ্রতিম সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা সেলিম উল্লাহ সিরাজী, জাতীয় শ্রমিক লীগ ঈদগাঁও উপজেলা শাখার সদস্য সচিব সাইফুল ইসলাম, ঈদগাঁও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিষাদ প্রমুখ।
সংগঠনের এক নং যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তারা দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা কীর্তির কথা তুলে ধরেন।
পাশাপাশি তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিরোধীপক্ষের নানা ষড়যন্ত্রের প্রতিবাদ জানান।
উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম, ছাত্রলীগ নেতা ইরফানুল করিম, সাদ্দাম হোসেন, বেলাল উদ্দিন, আব্দুর রহমান নাহিদ, শ্রমিকলীগ নেতা আলমগীর বাংলা সহ সংশ্লিষ্টরা।
এর আগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে গণভোজ কর্মসূচিতে অংশ নেন উপস্থিত নেতাকর্মীরা।
Leave a Reply