1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
কক্সবাজার জেলা যুবলীগের নতুন কমিটি এই মাসেই ,সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৩ পূর্বাহ্ন

কক্সবাজার জেলা যুবলীগের নতুন কমিটি এই মাসেই ,সংক্ষিপ্ত তালিকায় আছেন যারা

  • আপলোড সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯ জন দেখেছেন
মঈন উদ্দিন মুরাদ
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে  তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যায়ে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে ব্যস্ত সময় কাটাচ্ছে যুবলীগের কেন্দ্রীয় কমিটি। সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী ও নির্বাচনী চ্যালেন্জ মোকাবেলা করতে এবার আওয়ামী লীগের এই যুব সংগঠন তৃণমূল পর্যায়ে শক্ত অবস্হান সৃষ্টি করেছে পরশ – নিখিলের নেতৃত্বে যুবলীগ।
তারই ধারাবাহিকতায় কক্সবাজার  জেলা যুবলীগের নতুন কমিটি আসার গুন্জন চলছে পুরো কক্সবাজার জুড়ে।এতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে পর্যটন রাজধানী কক্সবাজারের  রাজনীতির মাঠ।কখন ঘোষণা হতে পারে এই কমিটি এমন আগ্রহ নিয়ে বসে আছে কক্সবাজার জেলা যুবলীগ।প্রসঙ্গত, গত ৮ ই জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার জেলা যুবলীগের বাহাদুর – সোহেলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন যুবলীগ,যেখানে বিলুপ্তির কারণ হিসেবে সাংগঠনিক  বিরোধী কর্মকান্ড জড়িত থাকার কথা  উল্লেখ করা হয়েছিল। এরপর থেকে জেলার যুবরাজনীতি  চলছে নেতৃত্বহীনতার মাধ্যমে,জেলা যুবলীগ ও কক্সবাজার পৌর যুবলীগের মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিটে কমিটি  না থাকার কারণে অনেকটাই যুবলীগের রাজনীতির মাঠ খালি ফলে কক্সবাজারে রাজনীতির মাঠ দখলে সুবিধা নিতে পারে বিরোধী রাজনৈতিক সংগঠনসমূহ তবে পদপ্রত্যাশীরা অনেকেই নিজেদের রাজনৈতিক শক্তি ও অবস্হান দেখাতে নানান  কর্মসূচি ও ইতিবাচক কর্মকান্ডের মাধ্যমে রাজপথ দখলে রেখেছেন।
কমিটি ভেঙ্গে দেওয়ার পর থেকে নতুন কমিটিতে স্হান করে নেওয়ার জন্য মাঠ পর্যায়ে নিজেদের অবস্হান ও কেন্দ্রীয় নেতাদের নজর পড়ার মতো নানা সৃজনশীল কর্মকান্ড করে যাচ্ছে পদপ্রত্যাশীরা,বাড়ছে তৃণমূল নেতাকর্মীদের যোগাযোগ।
তবে শেষ মূহুর্তে কক্সবাজার জেলা যুবলীগের কমিটি নিয়ে যে গুন্জন তার সমাপ্তি ঘটতে পারে  চলতি মাস তথা সেপ্টেম্বরে শেষ দিকে, নতুন  জেলা, পৌর যুবলীগ  ও সম্মেলন শেষ করা উপজেলা কমিটি সমূহ একসাথে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে যুবলীগের কেন্দ্রীয় একটি সূত্র। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য দেন নি যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।ইতিমধ্যে মূল দুই পোস্টে স্হান করে নেওয়ার জন্য দোড় ঝাঁপ ও লবিং এ ব্যস্ত সময় পার করছে পদপ্রত্যাশীরা।তবে সর্বশেষ নেতৃত্ব যাচাই বাছাইয়ের মাধ্যমে ত্যাগী ও সাবেক ছাত্রনেতাদের কমিটি স্হান দেওয়ার জন্য কাজ করছে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল।
অতীতের যুবরাজনীতর নেতিবাচক কর্মকান্ড থেকে বাঁচতে খুব গুরুত্বসহকারে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও দুঃসময়ের ত্যাগী সাবেক নেতাকর্মীদের কমিটি স্হান দেওয়ার জন্য কাজ করছে যুবলীগের কেন্দ্রীয় কমিটি।
কক্সবাজার জেলা যুবলীগের সংক্ষিপ্ত তালিকায় যাদের নাম উঠে এসেছে তারা হলেন,
কক্সবাজার জেলা যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি সোহেল আহমেদ বাহাদুর,  কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক শহিদুল হক সোহেল,,কক্সবাজার পৌর যুবলীগের আহ্বায়ক শোয়েব ইফতেখার, কক্সবাজার জেলা যুবলীগ নেতা জাহিদ ইফতেখার,  কক্সবাজার জেলা যুবলীগ নেতা বান্টু দাশ,কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও কক্সবাজার জেলা  ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়,কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু,কক্সবাজার জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল মাবুদ চেয়ারম্যান ও রামু উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম।
এদিকে কেন্দ্রীয় যুবলীগের একাধিক সূত্রে জানা গেছে,সেপ্টেম্বরে শেষ সময়ের দিকে নতুন কমিটি ঘোষণা হতে পারে।কমিটিতে যারা ছাত্ররাজনীতি শেষ করে দীর্ঘদিন সাংগঠনিক পদবী ছাড়া রয়েছে তাঁদের নতুন কমিটি স্হান দেওয়ার কথা ভাবছে যুবলীগ।আওয়ামী লীগের এই যুব সংগঠনের  নতুন নেতৃত্ব সৃষ্টি করতে কক্সবাজার জেলা যুবলীগের সম্মেলনের কথা থাকলেও কক্সবাজার পৌর নির্বাচনকে ঘিরে যুবলীগের কমিটি বিলুপ্ত হওয়ার কারনে জেলা যুবলীগের সম্মেলন হওয়ার সম্ভাবনা থেমে যায়। পরবর্তী কেন্দ্রীয় যুবলীগ বিজ্ঞপ্তির  মাধ্যমে জেলা যুবলীগের পদপ্রত্যাশীদের   জীবন বৃত্তান্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানান,পদপ্রত্যশীদের সকল জীবন বৃত্তান্ত জমা নেওয়ার পর থেকে সকল কিছু পর্যালোচনা করে কমিটি ঘোষণার চূড়ান্ত ছক অনেকটাই তৈরি করেছে যুবলীগ।
কেন্দ্র থেকে তৃনমূল জরিপ,  সাংগঠনিক দক্ষ,  ত্যাগী ও কর্মীবান্ধব ক্লিন ইমেজের ব্যক্তিদের মধ্যে নেতৃত্বে আসুক এমন চাওয়া তৃণমূলের কর্মীদের,নাম প্রকাশে অনুচ্ছুক এক জেলা যুবলীগ নেতা জানিয়েছেন, সদ্য বিলুপ্ত হওয়া কক্সবাজার জেলা যুবলীগের যে কমিটি বাহাদুর- সোহেল নেতৃত্বে থাকাকালীন সময়ে সাংগঠনিক কার্যক্রম চলমান থাকলেও অনেক ইউনিয়ন,  উপজেলা, পৌরসভায় কমিটির মেয়াদ একযুগ পেরিয়ে গেলেও নতুন নেতৃত্ব সৃষ্টি করতে উক্ত কমিটি ব্যর্থ হয়েছে, ফলে সাংগঠনিক অবস্থায় জিমিয়ে পড়েছিল।বর্তমান এমন একটি কমিটি আসুক যারা কক্সবাজারের ৯ উপজেলা, চার পৌরসভা ও ৭১ ইউনিয়নে যুবলীগ একটি শক্ত অবস্হানে তৈরি করতে পারে। এ বিষয়ে কক্সবাজার জেলা যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি সোহেল আহমেদ বাহাদুর জানান,কক্সবাজার জেলা যুবলীগ, সারা বাংলাদেশে একটি সুশৃঙ্খল ইউনিট।২০১৮ সালে কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব লাভ করি।দেশরত্ন শেখ হাসিনার পবিত্র আমানত হিসেবে কক্সবাজার জেলা যুব রাজনীতিতে আমার দীর্ঘ সময় অতিবাহিত করেছি।নেত্রী ও যুবলীগের হাইকমান্ডের নির্দেশে কক্সবাজারে অনুষ্ঠিত হওয়া  ইউনিয়ন পরিষদ, উপজেলা,  সংসদ ও  সর্বশেষ সদ্য সমাপ্ত কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে কাজ করেছি।আমার সকল রাজনৈতিক  কর্মকান্ড বিবেচনা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল ভাই আমাকে যদি যোগ্য মনে করে তাহলে দায়িত্ব নিতে প্রস্তুত রয়েছি।
উল্লেখ্য, ২০১৮ সালে কক্সবাজার জেলা যুবলীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে কাউন্সিলের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে সোহেল আহমেদ বাহাদুর ও সাধারণ সম্পাদক পদে শহিদুল হক সোহেল নির্বাচিত হন।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x