কক্সবাজার ৭১ অনলাইন ডেস্ক:
এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা এরই মধ্যে শেষ হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাটকীয়ভাবে জয় নিয়ে সুপার ফোর নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত সুপার ফোর নিশ্চিত করেছে। এবার দেখে নেয়া যাক সুপার ফোরের পূর্ণাঙ্গ সূচি।
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ মাঠে গড়াচ্ছে বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে। প্রথম ম্যাচে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান এবং বাংলাদেশ। ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।
এরপর দুইদিন বিরতি দিয়ে আবারও বাংলাদেশ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী রোববার (১০ সেপ্টেম্বর) ক্রিকেটের মহারণ ভারত-পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১২ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা, ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-পাকিস্তান এবং সুপার ফোরের শেষ ম্যাচে ১৫ সেপ্টেম্বর ভারতের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।
এক নজরে এশিয়া কাপের সুপার ফোরের সূচি তারিখ ম্যাচ সময় (বাংলাদেশ) ৬ সেপ্টেম্বর পাকিস্তান-বাংলাদেশ ৩ টা ৩০ মিনিট ৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-বাংলাদেশ ৩ টা ৩০ মিনিট ১০ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ৩ টা ৩০ মিনিট ১২ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা ৩ টা ৩০ মিনিট ১৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা-পাকিস্তান ৩ টা ৩০ মিনিট ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত ৩ টা ৩০ মিনিট।
Leave a Reply