1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
রামুতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের ১২ই রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী সা: অনুষ্ঠিত  - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৫ পূর্বাহ্ন

রামুতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের ১২ই রবিউল আউয়াল ও ঈদে মিলাদুন্নবী সা: অনুষ্ঠিত 

  • আপলোড সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২ জন দেখেছেন

সুজন চক্রবর্তী, রামু:

সারাদেশের ন্যায় রামুতেও ভাবগাম্ভীর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী সা: পালিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ১০ টায় ঐতিহাসিক ১২ই রবিউল আউয়াল উদযাপন উপলক্ষ্যে বিশাল বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ উল্লাহ নকশবন্দী’র সদারতে জুলুসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ৩ (সদর,রামু,ঈদগাও) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল
আনজুমানে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ রামু ও কক্সবাজার শাখা এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত রামু শাখার যৌথ উদ্যোগে আয়োজিত জশনে জুলুসে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন,মাদ্রাসা শিক্ষার্থী ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী।এই দিন সকালে রামু উপজেলা শহীদ মিনার চত্বরে উপজেলা’র বিভিন্ন প্রান্ত হতে মুসল্লীদের সমাগম হয়।এর পর জুলুস ও র‍্যালি সহকারে শহীদ মিনার হতে পায়ে হেঁটে হাসপাতাল গেইটস্থ মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা’র উদ্দেশ্যে রওয়ানা দেন।মাদ্রাসা মাঠে চলে জুলুসের বিভিন্ন আনুষ্ঠানিকতা।
জুলুসে আগত শিক্ষার্থীদের হাতে শোভা পায় কালেমা খচিত পতাকা। নারায়ে তাকবির-আল্লাহু আকবর,নারায়ে রেসালাত-ইয়া রাসুলুল্লাহ সাঃ ধ্বনিতে মুখর হয়ে উঠে রামুর রাস্তাঘাট।
প্রধান অতিথির বক্তব্যে সাইমুম সরওয়ার কমল এমপি বলেন মহানবী হযরত মুহাম্মদ স: ছিলেন বিশ্বমানবতার মুক্তির দূত।রাসূল স: এর আগমনের মধ্য দিয়ে জাহেলিয়াত যুগের অবসান ঘটে।তাঁর জীবনদর্শনে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় রাসূল স: এর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তাঁর সুমহান আদর্শ অনুসরণ, চর্চা ও প্রচার-প্রসারে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জশনে জুলুসের র‍্যালি শেষে হাসপাতাল গেইটস্থ মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে আলোচনা সভায় আব্দুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঘোনারপাড়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা মুফতি আবদুর রশিদ হক্কানি,রাজারকুল মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা’র আরবী প্রভাষক মাওলানা আবদুল্লাহ শাহেদ, জনপ্রিয় ইসলামিক আলোচক মুফতি আব্দুল আজিজ রজভী,রামু থানা অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান,মাস্টার সালামত উল্লাহ, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ,রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তপন মল্লিক,প্রেস ক্লাব সভাপতি নিতীশ বড়ুয়া,রামু উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল,মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা’র সুপারিন্টেন্ডেন্ট মাওলানা এস.এম আবরারুল হক,ঘোনারপাড়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট খাজা মুহাম্মদ বাকি বিল্লাহ, হযরত জঙলীপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা’র সহ সুপার মাওলানা তারেকুল ইসলাম নূরী,এম ইউ পি মোহাম্মদ ইউনূস, প্রমুখ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আবু বকর সিদ্দিক,মাওলানা রেজাউল করিম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আবদুস সালাম, হাজী নুরুল ইসলাম,মাওলানা দানেসুল আলম,রুস্তম আলী, আবদুল আজিজ, আজিজুল ইসলাম, মোহাম্মদ ইসলাম, শামসুল আলম, এস এম ছফিউল্লাহ মুনির,সাইফুল ইসলাম, আহসানুল হক, মোহাম্মদ ইমরান, মাওলানা নজিবুল আলম, মাওলানা দুলাল, মাওলানা রমিজ আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মিজানুল্লাহ, মাওলানা জাকের, মাওলানা আলম, মাওলানা রহমত উল্লাহ,মাওলানা শাহ আলম, হাফেজ আমানুল্লাহ, মুহাম্মদ আলাউদ্দিন, হাফেজ মমতাজ, মাওলানা আবদুল কাদের, মাওলানা আবু সৈয়দ , মাওলানা মোজাম্মেল, সাংবাদিক শওকত ইসলাম,তৈয়্যব, ইয়াছিন, মাহের ফয়সাল, আবদুল্লাহ, নাসের ফয়সাল, শহীদ, ফাহিমসহ আনজুমানে নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ কক্সবাজার ও রামু উপজেলার নেতৃবৃন্দ।
বক্তাদের বক্তব্য শেষে মিলাদ কিয়াম পরিবেশন করা হয়।এরপরে দেশ ও জাতির সমৃদ্ধি, কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জমাআতের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি সৈয়্যদ মোহাম্মদ উল্লাহ নকশবন্দী (মা.জি.আ) এবং সবশেষে মুসল্লীদের মাঝে তাবাররুক বিতরণের মাধ্যমে জুলুসের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x