সুজন চক্রবর্তী, রামু
রামু উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে রামু থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় রামু থানা কার্যালয়ে উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির নেতৃবৃন্দ ও প্রতিটি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু তাহের দেওয়ান। এসময় উপস্থিতি ছিলেন রামু থানা ওসি তদন্ত মোঃ নাজমুল হুদা, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন মল্লিক,
সহ+সভাপতি প্রকাশ সিকদার, সর্বজনীন রামু কেন্দ্রীয় কালী মন্দির পুরোহিত সজল কান্তি ব্রাহ্মণ চৌধুরী ,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বদীপ শর্মা , রামু উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি সাংবাদিক সুজন চক্রবর্তী ও হিন্দু মহাজোট সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা, পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সৌমিক চৌধুরী প্রাচীর সহ
বিভিন্ন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সময় উপস্থিত ছিলেন।
রামু থানা ওসি আবু তাহের দেওয়ান বক্তব্যে বলেন, শান্তিপূর্ণভাবে সম্প্রীতির সাথে বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বলয়ে রাখবেন। এসময় তিনি, প্রত্যেকটি মন্দির সিসি ক্যামেরার নিয়ন্ত্রিত রাখার নির্দেশ দেন। উক্ত মতবিনিময় সভায় আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে নিরাপত্তা ও শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে ব্যাপক আলোকপাত করেন নেতৃবৃন্দ।
উল্লেখ্য, এবারে রামু উপজেলায় ২২টি পূজা মণ্ডপ ও ১৪ টি ঘট পূজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply