বার্তা পরিবেশক:
বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হলেন কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলাস্থ ইসলামাবাদ হিন্দু পাড়ার মেয়ে শ্রীমতি নেলী দে।
রবিবার (১৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট মহাসচিব ও মুখপাত্র পলাশ কান্তি দে স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই যুগ্ম সাধারণ সম্পাদ পদে মনোনীত করা হয়।
চিঠিতে বলা হয়, ‘জাতির সনাতনী সম্প্রদায়ের আদর্শ ধারণ করে উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বীদের বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা বাস্তবায়নে আপনার সপ্রতিভা, পদচারণা ও প্রশংসনীয়। আপনাকে বাংলাদেশ জাতীয় হিন্দু মহিলা মহাজোট যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হলো।
এর আগে তিনি চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় মঠ মন্দিরের উন্নয়ন কাজের ধারাবাহিতা কার্যক্রম সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও দায়িত্বও পালন করেন তিনি।
চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জেলা ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ হিন্দু পাড়া ইউনিয়নের মেয়ে শ্রীমতী নেলী দে। অত্র ইউনিয়নের মৃত্যু দুলাল চন্দ্র দে অঞ্জলী বালা দে দম্পতির মেজ কন্যাসন্তান তিনি।
Leave a Reply