সুজন চক্রবর্তী-রামু:
সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজাকে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকেলে সার্বজনীন রামু শ্রী শ্রী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রামু উপজেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। রামু উপজেলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বদীপ শর্মা’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য বলেন বাবু তপন মল্লিক-দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রতি অক্ষুন্ন রেখে, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে নজর দিতে সকলকে সজাগ থাকতে হবে। এসময় তিনি পূজা চলাকালে রাত বারটার পরে সাউন্ড সিস্টেম বন্ধ রাখার জন্য পূজা মন্ডপের নেতৃবৃন্দকে অনুরোধ জানান। পাশাপাশি বক্তারা প্রতিমা আনা নেওয়াতে কোন প্রকার যেন অসুবিধা না হয় সে লক্ষ্যে রামু উপজেলা সহ, বিভিন্ন ইউনিয়নের জরাজীর্ণ রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবি জানান ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানে বক্তব্যে রাখেন-রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুবীর চৌধুরী বাদল, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের
সহ সভাপতি প্রকাশ সিকদার, সহ সভাপতি তারাপদ ধর বটু, রামু উপজেলা হিন্দু মহাজোট সভাপতি সাংবাদিক সুজন চক্রবর্তী, রামু হিন্দু মহাজোট সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা,সহ রামু উপজেলার আওতাধীন সকল পূজা মন্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক। এছাড়াও উক্ত প্রস্তুতি সভায় রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গীতাপাঠ করেন সুবীর চৌধুরী বাদল। এছাড়াও যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। উল্লেখ্য-এবার রামু উপজেলার মোট ২২টি প্রতিমা ও ১৪টি ঘট পূজা অনুষ্ঠিত হবে।
Leave a Reply