সুজন চক্রবর্তী-রামু
রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি জনুমাতবর পাড়া। উমখালী অ্যাডভোকেট এম আমির হোসাইন উচ্চ বিদ্যালয়ের কলম স্কুল ব্যাগ, মাথার ক্যাপ, গেঞ্জি ও জুতা বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় অ্যাডভোকেট এম আমির হোসাইন উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এম আমির হোসাইন এর অর্থায়নে কলম স্কুল ব্যাগ, মাথার ক্যাপ, গেঞ্জি ও জুতা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয় উন্নয়ন পরিষদের সভাপতি কাজী আশরাফ আলী সাবেক ইউপি সদস্য, প্রধান শিক্ষক খোকন ধর,সহ সভাপতি অজিত ধর, মোঃ কলিমুল্লাহ, মোঃ ইসমাইল,বিদ্যালয় উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক সুজন চক্রবর্তী প্রমুখ।
শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এম আমির হোসাইন বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। পড়ালেখায় যথেষ্ট আগ্রহ, ইচ্ছা শক্তি ও বড় হওয়ার স্বপ্ন থাকলেও প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝড়ে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীদের। যার কারনে মেধাবী হওয়া সত্তে¡ও অকালে ঝড়ে পড়তে হয় মৌলিক অধিকার নামক শিক্ষা থেকে।
তিনি আরো বলেন, এ ধরনের কার্যক্রম প্রতি বছরই অব্যাহত থাকবে। সুবিধা বঞ্চিত এসব শিক্ষার্থীদের পাশে এগিয়ে আসা একটি মহৎ গুণ। তাই সবাইকে এসব সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন।
সুজন চক্রবর্তী বক্তব্যে বলেন, আমার প্রত্যাশা শিক্ষা সামগ্রীপ্রাপ্ত এই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা একদিন দেশের সর্বোচ্চ শিক্ষা অর্জন করে দেশের অহংকারে পরিণত হবে। দেশের উন্নয়নে তারা অনেক অবদান রাখবে।
Leave a Reply