কক্সবাজার ৭১ ডেস্ক:
নগরের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শুক্রবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ-এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিস।
আগুন নেভানোর কাজ চলছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।রাসায়নিক কারখানাটিতে বিপুল দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বলেন, ঘটনাস্থলে ১২টি ইউনিট কাজ করছে।
৭১/এমইউএন
Leave a Reply