কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে অভিনব কায়দায় পাচারকালে ইয়াবাসহ হ্নীলা রঙ্গিখালী এলাকার হেলাল নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১লা ডিসেম্বর (বুধবার) দুপুর ১টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল যানবাহনযোগে মাদক পাচারের সংবাদ পেয়ে হ্নীলা ঘুমতলী এলাকায় অভিযানে যায়। সেখানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে (ঢাকামেট্টো-ট-২০-৬২২০) কাভার্ডভ্যান আসে। গাড়িটি তল্লাশী করে অভিনব কায়দায় লুকানো ৩১হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারে জড়িত চালক হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ার জাহেদ হোছনের পুত্র মোঃ হেলাল উদ্দিন (৪৩) কে আটক করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
Related
Leave a Reply