নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের শীর্ষ সন্ত্রাসী ও ছিনাতাইকারী শাহিন প্রকাশ বুলেটকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির চৌকসদল। ২ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কক্সবাজার পৌরসভা টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী পেশাদার ছিনতাইকারী শাহিন প্রকাশ বুলেট(২৩) পিতা মৃত হানিফ সাং টেকনাইফ্যা পাহাড় থানা ও জেলা কক্সবাজার কে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ০৩টি অস্ত্র , ০৩টি ডাকাতির প্রস্তুতি, ও ০১ টি চুরি মামলা সহ ০৭টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক থেকে শহর এলাকায় ছিনতাই করে আসছিল।আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইতেছে।
ডিসি৭১/এমইউএন
Leave a Reply