ঈদগাঁও প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায় সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে ঈদগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার ০৮ ডিসেম্বর রাত দেড় টার দিকে বর্ণিত ইউনিয়নের উত্তর মাইজপাড়া ও কলেজ গেইটের হাসিনা পাহাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, অত্র ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার ছৈয়দ নুরের ছেলে আবছার (৩০), কলেজ গেইটের হাসিনা পাহাড় এলাকার মোঃ কালুর ছেলে মোঃ আবু হেনা (২১)।
থানা সূত্রে জানা যায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিমের নির্দেশে এএস আই মোঃ আব্দুর রহিম, এএসআই মোঃ ইব্রাহিম মিয়া সঙ্গীয় ফোর্স সহ পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে অত্র ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকা ও কলেজ গেইটের হাসিনা পাহাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হালিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারী পরোয়ানাভুক্তদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।এলাকার সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply