শহর প্রতিনিধি:
শহরের ছিনতাইকারী রবিউল হাসান রবি চোলাই মদসহ আটক হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে শহরের গোলদিঘীর পাড় এলাকা থেকে ছিনতাইকারী রবিকে ১০ লিটার চোলাই মদসহ আটক করেন সদর মডেল থানার একদল পুলিশ।
আটক রবিউল হাসান রবি শহরের ৯নং ওয়ার্ডের কবরস্থান রোড (দক্ষিণ ঘোনারপাড়া) এলাকার দিল মোহাম্মদের পুত্র। সদর মডেল থানার ওসি (অপারেশন) মোঃ সেলিম জানান, আটক রবি শহরের শীর্ষ ছিনতাইকারী। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।
এদিকে খবর নিয়ে জানা গেছে, রবি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী ও ছিনতাইকারী বাহিনী গড়ে তুলে নানা অপরাধ কর্মকান্ড করে আসছে। তার অত্যাচারে অতীষ্ট হয়ে উঠেছিল সাধারণ মানুষ। আর তার অত্যাচার থেকে বাঁচতে অনেকে সাধারণ ডায়েরীও করেছেন।
Leave a Reply