কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, বিয়ার ক্যান, চোলাই মদ ও ইয়াবাসহ দুই জন গ্রেফতার হয়েছে।
সোমবার (৩ জানুয়ারি) উপজেলার হলদিয়াপালং ও রাজাপালং ইউনিয়নে এস আই আল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উখিয়া থানার এস আই আল আমিন জানান, উপজেলার হলদিয়া পালং ইউপিস্থ পশ্চিম পাগলির বিল এলাকায় অভিযান চালিয়ে আব্দুল মান্নানের ছেলে আলাউদ্দিন (৩৩) গ্রেফতার করা হয়। এ সময় ১টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১ টি রাম‘দা, ১ টি চাকু ও ২ হাজার ২ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে রাজাপালং ইউপিস্থ হাজামপাড়া এলাকায় অভিযান চালিয়ে আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ আলী (৪৫) কে গ্রেফতার করা হয়। এ সময়ে ২৮ বোতল বিদেশি মদ, ৮০ টি বিয়ার ক্যান, সাড়ে নয় লিটার চোলাই মদ ও ২ হাজার ২ শত পিস ইয়াবা উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহম্মদ সনজুর মোরশেদ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related
Leave a Reply