1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার কক্সবাজার আসছেন - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৩ অপরাহ্ন

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার কক্সবাজার আসছেন

  • আপলোড সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ১৪১ জন দেখেছেন

প্রেস বিজ্ঞপ্তি:

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী শনিবার ৮ জানুয়ারী সকালে একটি প্রতিনিধিদল সহ কক্সবাজার সফরে আসছেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদল সহ শনিবার সকাল ৭ টা ৪৫ মিনিটে বিশেষ বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি কক্সবাজার বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাবেন।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদল সহ একইদিন সকাল ৮ টা ৪০ মিনিটে উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের উদ্দেশ্যে কক্সবাজার শহর থেকে রওয়ানা দেবেন। সকাল ১০ টায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী তুর্কি ফিল্ড হাসপাতাল (Turkis fild hospital) পরিদর্শন, বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন ও বৃক্ষ রোপন করবেন। সকাল ১০ টা ৪৫ মিনিটে তিনি AFAD এর শেল্টার পরিদর্শন, সকাল ১১ টায় AFAD, TDV, KIZILAY এর প্রকল্প সমুহ পরিদর্শন করবেন।

রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ফিরে একইদিন বেলা আড়াইটায় কক্সবাজার বিমানবন্দরে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রী বিশেষ বিমানযোগে কক্সবাজার বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারফোর্স বেস ‘বঙ্গবন্ধু’ কুর্মিটোলা’র উদ্দেশ্যে রওয়ানা দেবেন। কক্সবাজার বিমানবন্দরে বাংলাদেশের ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান এমপি তাঁকে বিদায় জানাবেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রটোকল দিতে ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান এমপি শুক্রবার ৭ জানুয়ারি বিকেল ৪ টায় বিমানযোগে কক্সবাজার আসছেন।

এদিকে, তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদল কে প্রয়োজনীয় নিরাপত্তা, অর্ভ্যথনা, বিদায় সহ সার্বিক প্রটোকল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, প্রশাসন-২ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার কক্সবাজারের জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলেকে গত ৩ জানুয়ারি পত্র প্রেরণ করেছেন।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x