জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি,বান্দরবান;
নাইক্ষ্যংছড়ির ফুলতলী সীমান্ত পয়েন্টে থেকে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ৫টি চোরাই গরুসহ এক চোরাকারবারী আটক করেছে ১১ বিজিবি।
শনিবার সকাল ১০ টায় এ চোরাইকারবারীকে আটক করে বিজিবি। আটককৃতের নাম আলী হোসেন (৪৫)। সে পার্শ্ববর্তী বালুবাসা
গ্রামের জাকারিয়ার ছেলে।
বিশ্বস্ত সূত্রটি আরো জানান,সীমান্তের ৪৮ নম্বর পিলারের ৩ সাব-পিলার হতে পার করে নাইক্ষ্যংছির বামহাতির ছড়া হয়ে রামু পাচার কারছিল গরু গুলো।
খবর পেয়ে ১১ বিজিবির ফুলতলী বিজিবি ক্যাম্পের হাবিলদার আবুল কাশেমেন নেতৃত্বে একটি টহলদল গোপনে খবর পেয়ে ৫টি মিয়ানমারের গরু,নগদ ১লক্ষ ২০ হাজার টাকা,১টি সেম্পুনি মোবাইল ফোন সহ এ বাংলাদেশী চোরাইকারবারীকে আটক করে।
সূত্র আরো জানান,জব্দ করা গরু ও অন্যান্য পণ্যের মূল্য ৫ লক্ষ ৭১ হাজার ২১০ টাকা।
গরু,টাকা ও মোবাইল ফোনসহ আটককৃতকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মো: নাহিদ হোসেন জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Related
Leave a Reply