মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ কৌশলে মাদক পাচার কালে এক লাখ পিছ ইয়াবা ও সিএনজিসহ দুই পাচারকারীকে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭ টার দিকে অভিযান চালিয়ে পাইলট উচ্চ বিদ্যালয় এলাকা থেকে দুই মাদক পাচারকারীকে আটক করে। আটক কারবারি হলেন, টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে টেকনাফ বাস স্টেশন ফোর স্টোক সিএনজি ও মাহিন্দ্রা চালক সমবায় নির্বাচনে মেম্বার প্রার্থী রবিউল আলম (২৭), একই এলাকার নুর মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (২২)। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিএনজি চালক বলেন, টেকনাফ বাস স্টেশন ফোর স্টোক সিএনজি ও মাহিন্দ্রা চালক সমবায় নির্বাচনকে সামনে রেখে মেম্বার প্রার্থী রবিউল আলম প্রকাশ গণি টাকা দিয়ে ভোট কিনার জন্য সিএসজি চালিয়ে মাদক পাচার করছে। সে কিন্তু দীঘদিন যাবত মাদক পাচার করে যাচ্ছে। অবশেষে সে পুলিশের হাতে ইয়াবাসহ আটক হন। এরকম সিএনজি চালক আরো অনেকে রয়েছে মাদক পাচার করে গাড়ি/বাড়ি ও লাখ টাকার মালিক। কিছু অসাধু চালকে জন্য যারা নিরহ চালক রয়েছে তাদের প্রতিনিয়ত বদনাম হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কাছে অনুরোধ যে সমস্ত চালক মাদক পাচার করে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল আলীম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার সময় গোপন সংবাদে জানতে পারে টেকনাফ সীবিচ রোড দিয়ে একটি ইয়াবার বড় চালান পাচার হতে পারে। এমন সংবাদে থানা পুলিশের একটি টিম ফোর্সসহ টেকনাফ পৌরসভা এলাকার পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করেন। কিছুক্ষণ পর সীবিচ রোড দিয়ে নির্বাচনী পোস্টার লাগানো একটি সিএনজি আসতে দেখলে থামানোর সংকেট দেন। না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় সিএনজিটি আটক করা হয়। পরে সিএনজিটি তল্লাশি করে একটি প্লাস্টিকের বস্তা থেকে ১লাখ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করা হয়। আটক দুই পাচারকারী ও সিএনজির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশ’র এই কর্মকর্তা।
Related
Leave a Reply