1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
আপোসহীন সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও সমাজ পরিবর্তনের প্রেক্ষাপটও দেশের কল্যান বয়ে আনে - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২১ অপরাহ্ন

আপোসহীন সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও সমাজ পরিবর্তনের প্রেক্ষাপটও দেশের কল্যান বয়ে আনে

  • আপলোড সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১৩৩ জন দেখেছেন

সময়ের আলোর বর্ষপূর্তি অনুষ্ঠানে কউক চেয়ারম্যান

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো সময়ের আলোর তৃতীয় বর্ষপূর্তি। এ উপলক্ষে শনিবার (৫ মার্চ )বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে এক আলোচনাসভা ও কেক কাটার আয়োজন করা হয়।
কক্সবাজার জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম মো: রাশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অব.) ফোরকান আহমদ এলডিএমসি ,পিএসসি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,সমাজকে বদলাতে সাংবাদিকদের লিখনির গুরুত্ব অনেক বেশি।আপোসহীন সাংবাদিকতায় ঝুঁকি থাকলেও তাদের লেখণির কারণে জাতির উপকার হয়। দেশের কল্যাণ হয়।কিন্তু বর্তমানে বেশির ভাগ সাংবাদিকরা পক্ষপাতিত্ব হওয়ায় সঠিক সংবাদ ওঠে আসেনা।যার কারণে দেশ ও সমাজের কল্যানকর বয়ে আসছেনা।যদি সাংবাদিকতার নৈতিকতাবোধ জাগ্রত রেখে সঠিক লেখণির মাধ্যমে সবকিছু তুলে ধরতে পারে তবেই এই সমাজ বদলাবে। তিনি দেশের গুরুত্বপূর্ণসংবাদ, অনিয়ম ও বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে সবসময়ই দৈনিক সময়ের আলো সংবাদ প্রকাশে আপোসহীন এবং সজাগ ছিলেন উল্লেখ করে কর্তৃপক্ষ ও জেলা প্রতিনিধিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এতে আরও বক্তব্য রাখেন,কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক মুহাম্মদ আলী জিন্নাহ,দৈনিক সমুদ্রকন্ঠের প্রকাশক ও সম্পাদক অধ্যাপক মঈনুল হাসান পলাশ,কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি সভাপতি মানবজমিনের স্টাফ রিপোর্টার রাসেল চৌধুরী, জেলা তাঁতীলীগের সভাপতি আরিফ উল মওলা,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম.ওসমান গণী,কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক ,দৈনিক ইত্তেফাক ও জাগো নিউজের প্রতিনিধি সায়ীদ আলমগীর ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝি প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া ,সিনিয়র সাংবাদিক দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন,বাংলাভিশনের স্টাফ রিাের্পার মোর্শেদুর রহমান খোকন,শিপ ওর্নাস এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হোসাইন বাহাদুর ,সাউথ এশিয়ান টাইমস এর ওয়াহিদুর রহমান রুবেল, দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন,আনন্দ টিভির এস্তে ফারুক, দৈনিক কক্সবাজার বার্তার বার্তার সম্পাদক আজিজ রাসেল, দৈনিক আমার সময়ের দিদারুল ইসলাম ,দৈনিক সাগরদেশ পত্রিকার এমরান ফারুক অনিক, জয়যাত্রা টিভির ফরিদ উদ্দিন,বাংলাদেশ কন্ঠের প্রতিনিধি আমিনুল ইসলাম ,দৈনিক মেহেদী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নাজিম উদ্দিন,সিআইসি ল্যাব ইনচার্জ আজিজুল করিম রানা,জেনারেল হাসপাতালের ম্যানেজার আনোয়ার হোসেন,জেলা হকার সমিতির সভাপতি কামাল মোস্তফা ,সৈকত এসেন্সিং এর অর্জুন দাশ, দোকান মালিক সমিতির অর্থ সম্পাদক মহিউদ্দিন ভুট্টো,সাংবাদিক মাজেদসহ স্থানীয় পত্রিকার সাংবাদিক ওসুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কউক চেয়ারম্যান ,শিপ ওর্নাস এসোসিয়েশন, দোকান মালিক সমিতি ,১১ নং ওয়ার্ড কাউন্সিলর পক্ষ থেকে ,জেলা হকার সমিতি,কক্সবাজার মেইল এলান্সেয় এর পক্ষ থেকে দৈনিক সময়ের আলোকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x