নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে বিশেষ অবদান রাখায় কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক ও কক্সবাজার জেলার আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলমকে সম্মাননা দিয়েছে কক্সবাজার কণ্ঠ ডটকম।
বুধবার (৯ মার্চ) বিকালে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কক্সবাজার কণ্ঠের সম্পাদক ও প্রকাশক জসিম উদ্দিন সিদ্দিকী এবং নিউজ রুম এডিটর শহীদুল্লাহ কায়সার।
এ সময় জাহাঙ্গীর আলম বলেন, যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়তে হবে। অনলাইন গণমাধ্যমে কর্মরতরা রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই ব্যবস্থায় পরিবর্তন আনা উচিত।
তিনি কক্সবাজার কণ্ঠের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার কণ্ঠের মিলন মেলায় বিভিন্ন ক্যাটাগরীতে সম্মাননার জন্য ১২ জনের নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে অন্যতম জাহাঙ্গীর আলম।
Related
Leave a Reply