ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও পাঁচ ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার বিভিন্ন ইউনিয়নের যাতায়াতের বেশ কয়েকটি জায়গার ব্রিজ ও সড়ক গুলোই বেশ অকার্যকর হয়ে পড়েছে, তাতেই যে কোনো মুহূর্তে, সড়ক দুর্ঘটনা,যাতায়াতের সমস্যা ও দুর্ভোগে পড়তে হচ্ছে, স্থানীয় জনসাধারণ ও দূর- দুরান্ত থেকে আসা পথচারী ও যানবাহনের। এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে বিভিন্ন ইউনিয়নের ঝুকিপূর্ণ ব্রিজ ও সড়ক পরিদর্শন করেন সাংবাদিক এম. মহিউদ্দিন সিকদার (মাহিন)। এইতে সচেতন এলাকাবাসি অভিযোগ করে বলেন, সরকারি ভাবে যেই কোনো সহযোগিতা ও আর্থিক ক্ষতির অনুদান এবং মানুষের যাতায়াতের ব্রিজ ও সড়কের অকার্যকর হয়ে পড়া, ঘর অনুদান সহ অব্যাহত আছে। কিন্ত সরকারি কিছু অপব্যবহার লোকের স্বভাবের কারণে আমরা যেই কোনো সুযোগ সুবিধার উন্নয়ন সংস্থার থেকেই বঞ্চিত। আমরা সরকারের নিকট অনুপ্রেরণা হয়ে বলতে চাই, আপনার আন্তরিকতা ও সহযোগিতার কোনো শেষ নেই, কিন্তু আপনার দলেই কিছুই ভাইরাস সংক্রামিত লোক দিন দিন অসৎ কাজ চালিয়ে যাচ্ছে গোপনে,আড়ালে, তাতেই সরকারের লাগাব ক্ষতি হচ্ছে ও সাধারণ মানুষের মনে চলমান রাজনৈতিক ছোট করে দেখছে, এমন মন্তব্য করেন। এলাবাসির অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে বিভিন্ন ইউনিয়নে সাংবাদিক এম. মহিউদ্দিন সিকদার (মাহিন) দেখেন, জালালাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত মনজুর মলই দোকান মধ্যবর্তী পূর্ব পোকখালী মিয়া পাড়ার ব্রিজটি অকার্যকর হয়ে পড়ে আছে, জালালাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত সওদাগর পাড়া মধ্যবর্তী ইসলামাবাদ হিন্দু পাড়ার ব্রিজটি অনেকদিন যাবৎ অবহেলিত হয়ে পড়ে আছে, ঈদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাইজ পাড়ায় অবস্থিত বহু বছরের পুরনো ব্রিজটি বিশ্ব রোড সংলগ্ন ঝুকিপূর্ণ হয়ে পড়ে আছে, ঈদগাঁও বাজারে প্রতিটি সড়কের অলিগলি বেকায়দা,যানজটের চরম দুর্ভোগে অতিষ্ট বাজারবাসি। ইসলামাবাদ ইউনিয়নের ৬, ৭,৮, ৯ নং ওয়ার্ডে মানুষের যাতায়াতের বিভিন্ন সড়ক ও কালভার্ট বড় গর্তে পরিণত হয়েছে, এই বিষয়ে তিন ইউনিয়নের কয়েক জন প্রতিনিধির সাথে কথা বলে সাংবাদিক এম. মহিউদ্দিন সিকদার (মাহিন) কে জানায়,এ ধরনের অকার্যকর হয়ে পড়া ব্রিজ, সড়ক, কালভার্ট উন্নয়ন কাজ দেখে অবহিত করে তৈরি করার দূত ব্যবস্থা নেব আমরা। এইতে এলাকাবাসি অল্প সময়ে অবহিত সংস্কার কাজ শেষ করার জোর দাবি জানান স্থানীয় পরিষদকে।
Related
Leave a Reply