বিশেষ প্রতিনিধি, মহেশখালী:
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ৫ বছরের এক শিশু কে বলাৎকার করেছে সালাহ উদ্দীন (২২) সহ ৩ যুকক। এসময় বলৎকারের ভিডিও ধারণ করে ম্যাসেজারের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে মামুন নামে এক যুবক। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে শিশুটির পিতা আব্দুর রহিম।
মামলার এজাহারে জানাযায়, মাতারবাড়ী ইউপির ৭নং ওয়ার্ডের মাঝের ডেইল এলাকার আব্দুর রহিমের সাড়ে ৫ বছরের শিশু পুত্র কে গত ২০শে মার্চ বিকাল ৩ টায় মাঝের ডেইলের একটি পরিত্যাক্ত দোকানের ভেতর নিয়ে গিয়ে ছাবের আহামদের ছেলে সালাহ উদ্দিন ( ২২ ), মোঃ কাছিমের ছেলে মোঃ মামুন ( ১৬ ), টুনু মিয়ার ছেলে নেজাম উদ্দিন ( ১৭ ) যোগসাজেসে শিশুটিকে ডেকে নিয়ে বলৎকার করে। এ সময় তারা মোবাইল ফোনে বলৎকারের ভিডিও ধারণ করে পরিচিত জনদের কে ম্যাসেন্জারে আদন প্রদান করে। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী।
মহেশখালী থানায় বলৎকারের ঘটনায় ২৭ মার্চ মামলা দায়ের করেছেন শিশুর পিতা আব্দুর রহিম।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই জানান শিশু বলৎকারের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের কে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে বলে জানান।
Related
Leave a Reply