1. coxsbazarekattorbd@gmail.com : Cox's Bazar Ekattor : Cox's Bazar Ekattor
  2. coxsekttornews@gmail.com : Balal Uddin : Balal Uddin
রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন মাহি - Cox's Bazar Ekattor | দৈনিক কক্সবাজার একাত্তর
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৭ অপরাহ্ন

রেস্টুরেন্ট ব্যবসায় নামছেন মাহি

  • আপলোড সময় : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১২০ জন দেখেছেন
গত বছরের ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে বিবাহবন্ধনে আবদ্ধ হন কামরুজ্জামান সরকার ও মাহিয়া মাহি। বিয়ের পরদিন ভোরে রাজশাহী যান তাঁরা। সেখানেই ছবিটি তোলা হয়

গত বছরের ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে বিবাহবন্ধনে আবদ্ধ হন কামরুজ্জামান সরকার ও মাহিয়া মাহি। বিয়ের পরদিন ভোরে রাজশাহী যান তাঁরা। সেখানেই ছবিটি তোলা হয়
ছবি: অভিনেত্রীর সৌজন্যে

কথায় কথায় মাহিয়া মাহি জানালেন, তাঁর রেস্টুরেন্টটি চালু হচ্ছে গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে। তিনটি ফ্লোর নিয়ে এই রেস্টুরেন্টের আয়তন ছয় হাজার বর্গফুটের বেশি। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে। মাহি বললেন, ‘আমি অনেক দিন ধরে চুপচাপ আছি। আমি আসলে এই কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। সবাই তো ভাবছিলেন, আমি মা হতে যাচ্ছি, তাই সবার কাছ থেকে আড়ালে ছিলাম। সবাইকে বলতে চাই, বিষয়টা মোটেও তেমন কিছু নয়। আমি আমার মতো করে ছবির শুটিংও কিন্তু করছি। এক সপ্তাহ ধরে ঢাকার পাশে পুর্বাচলে “অফিসার” নামে একটি চলচ্চিত্রের শুটিং করছি। শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের ইন্টেরিয়রের কাজ দেখভাল করতেও হচ্ছে।’

মাহি জানালেন, তাঁর রেস্টুরেন্টের নাম রাখা হয়েছে ‘ফারিশতা’। রোজার শুরুতেই এই ‘ফারিশতা’ চালু করতে যাচ্ছেন। মাহি বললেন, ‘আমরা এক্সপার্ট শেফ নিয়োগ দিয়েছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করছি না। রোজার শুরুতেই হরেক রকমের ইফতার বিক্রি শুরুর মধ্য দিয়ে এই রেস্টুরেন্টের যাত্রা শুরু করছি।’ রেস্টুরেন্টের নাম ফারিশতা দেওয়ার পেছনে একটি কারণও আছে বলে জানালেন মাহি। তিনি বললেন, ‘এটি আমার ভীষণ পছন্দের একটি নাম। যদি কখনো মেয়ের মা হই, তাহলে তার নাম রাখব ফারিশতা।’

বিয়ের আসরে মাহিয়া মাহি

বিয়ের আসরে মাহিয়া মাহি
ছবি: ফেসবুক থেকে

আপনি কি মা হতে যাচ্ছেন? মাঝে মা হবেন এমন খবর যে ভাইরাল হয়েছিল, তাহলে কি সেটা সত্য? ‘আরে না না। ওসব গুজব। আপাতত মা হওয়ার কোনো সম্ভাবনা নেই। যখন হবে, তখন সবাইকে জানাব,’ বললেন মাহি।
মাহিয়া মাহি এই মূহূর্তে ‘অফিসার’ নামে নতুন চলচ্চিত্রের শুটিং করছেন। বদিউল আলম পরিচালিত এই চলচ্চিত্রে মাহির বিপরীতে অভিনয় করছেন ডি এ তায়েব।

শেয়ার করতে পারেন খবরটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো বিভিন্ন খবর দেখুন

Sidebar Ads

© All rights reserved © 2015 Dainik Cox's Bazar Ekattor
Theme Customized By MonsuR
x