এম. আলী হোসেন, চকরিয়া:
কক্সসবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাছিম আলী মিয়াজি পাড়া এলাকায় পূর্ব শত্রুতা ও জমি-জমা বিরোধকে কেন্দ্র করে আগে দুুই ভাইকে হত্যার পর প্রতি পক্ষের হামলায় ছোট ভাই আবু হানিফ প্রকাশ মানিক নামে একজন নিহত ও আরো তিন ব্যক্তি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর (শনিবার) সাড়ে ১০ টার দিকে। জানা গেছে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাসিম আলী সিকদার পাড়া এলাকার মৃত নুরুল হোসাইনের পুত্র আবু হানিফ প্রকাশ মানিক,তার নানার বাড়ী থেকে প্রাপ্ত জমিতে বসতবাড়ী নির্মাণ করতে গেলে একই এলাকার নজু মিয়ার পুত্র নুরুল কবির গং হামলা করে। এতে আবু হানিফ প্রকাশ মানিক (২৫), তার ভাই আবু তৈয়াব (৩৬), আহত হয়। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবু হানিফ প্রকাশ মানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আবু ছিদ্দিক। তিনি আর বলেন প্রতি পক্ষরা পূর্বে তার আর দুই ভাই ইব্রহিম,আবুতাহের কে হত্যা করেছিল এদের হত্যা মামলার নুরুল কবির আসামী বলে জানান। এঘটনার সংবাদ পেয়ে থানা পুলিশ তিন জনকে আটক করেছেন। তাদে মোধ্যে নুরুল কবির পুলিশ হেফাজতে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় রয়েছেন।
Leave a Reply