প্রেস বিজ্ঞপ্তি:
কম সময়ে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে কক্সবাজার ডিসি কলেজ।
অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ আইসিটি ল্যাব, সমৃদ্ধ বিজ্ঞানাগার, আড়াই সহস্রাধিক দেশি-বিদেশি বইয়ের সমন্বয়ে বিশাল লাইব্রেরি, মাল্টিমিডিয়া ও ইন্টারনেট সমৃদ্ধ শ্রেণিকক্ষের মাধ্যমে অতি দ্রুত সময়ে অনেক দূর এগিয়েছে কলেজটি।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিসি কলেজের প্রতিষ্ঠালীন কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।
জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বলা হয়, গত ২০ এপ্রিল কক্সবাজার ডিসি কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ৭১ জন শিক্ষার্থী নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে।
এতো দ্রুত কক্সবাজার ডিসি কলেজ কার্যক্রম শুরু করতে পারায় কমিটির সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ এবং কক্সবাজারবাসীর পক্ষ হতে জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের সভাপতি মোঃ কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কক্সবাজার ডিসি কলেজের দক্ষ, অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক মন্ডলী ছাত্র ছাত্রী দের নিয়ে নিবিড়ভাবে কাজ করছে মন্তব্য করে বক্তারা বলেন, ইতোমধ্যেই কক্সবাজার ডিসি কলেজ সুধী মহলে সমাদৃত ও প্রশংসিত হয়েছে। সপ্তাহের ছয়দিন ক্লাস। সাপ্তাহিক পাঠক্রমের উপর শনিবার সাপ্তাহিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে ডিসি সেশন নামে এক ঘন্টার একটি ক্লাস অনুষ্ঠিত হয়। যেটি গতানুগতিক শিক্ষা কার্যক্রমের চাইতে ভিন্ন।
জেলা প্রশাসক ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ পাঠ্য বিষয় ছাড়াও সমসাময়িক অন্যান্য বিষয়ে ক্লাস নিয়ে থাকেন। ইতোমধ্যে কক্সবাজার ডিসি কলেজ ১ম বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষা সম্পন্ন করেছে।
কক্সবাজার ডিসি কলেজকে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করার বিষয়ে উপস্থিত সকলে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
সভায় কক্সবাজার ডিসি কলেজটি সরকারি নীতি মালার আলোকে চলবে এবং নিজস্ব গঠনতন্ত্র তৈরির বিষয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।
কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাকালীন কমিটির শেষ সভা হিসাবে কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
সভায় উপস্থিত ছিলেন- ডিসি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা ম্যাজিষ্টেট মোহাঃ শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আমিন আল পারভেজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম মাহফুজুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা শিক্ষা অফিসার মোঃ সালেহ উদ্দীন চৌধুরী, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, পিডিবির নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাজাহান, জেলা জাসদের সভাপতি নাঈমুল হক টুটুল, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিত দাশ, কক্সবাজার পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাজ বিহারী দাশ।
Leave a Reply