প্রেস বিজ্ঞপ্তি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ,এম.পি গতকাল ১৫/০১/২০২১ তারিখ সকাল ১১.৩০ মিনিটে বাংলাদেশ বেতার, কক্সবাজার কেন্দ্র পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য এবং তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সাইমুম সরওয়ার কমল, এম.পি.। তাঁকে কেন্দ্রের আঞ্চলিক পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা ফুলেল শুভেচ্ছা জানান। পরে বেতার কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী, শিল্পী, কলাকুশলীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভার শুরুতে কেন্দ্রের আঞ্চলিক পরিচালক (দায়িত্বে) মোহাম্মদ আমানুর রহমান খান বেতার কেন্দ্রের সংক্ষিপ্ত কার্যক্রম তুলে ধরেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ প্রাকৃতিক দুর্যোগে বেতারের ভূমিকা সম্পর্কে বলেন, ‘‘বেতার দূর্যোগ-দূর্বিপাকে বেতার এখনো নির্ভরযোগ্য গণমাধ্যম”। বেতারকে আরো আধুনিকায়ন করা হচ্ছে মর্মে তিনি বলেন ‘‘বেতারের বিভিন্ন অনুষ্ঠান ইতোমধ্যে অ্যাপসের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। শ্রোতারা সহজে এই অ্যাপ্সের মাধ্যমে অনুষ্ঠান বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনুষ্ঠান পাচ্ছে।” দেশীয় সংস্কৃতির লালন-পালন ও প্রসারের ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘‘নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে হবে। সে লক্ষ্যে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট সকল নির্দেশনা দেন। ‘‘আমাদের দেশ কৃষি নির্ভর দেশ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক অনুষ্ঠান একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিকে আরো জনপ্রিয় করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে।” এছাড়া শিশুদের-কিশোদের নিয়ে অংশগ্রহণমূলক অনুষ্ঠান বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। তিনি কেন্দ্রের বাইরে গিয়ে বহিরাঙ্গণ অনুষ্ঠান করার পরামর্শ দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক জনাব সমীর চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব জাহিদ ইকবাল, উপ-আঞ্চলিক প্রকৌশলী জনাব রাশেদুল আজম সিকদার, সহকারী পরিচালক (অনুষ্ঠান) কাজী মোঃ নুরুল করিম, সহকারী পরিচালক (অনুষ্ঠান) মোঃ সুলতান আহমেদ, জেলা তথ্য অফিসার জনাব মোঃ শাহ্্ আব্দুর রহিম নুরুন্নবী, সহকারী বর্তা নিয়ন্ত্রক শামীমা নাসরিন শমী। এছাড়াও কেন্দ্রের কর্মচারী, ঘোষক/ঘোষিকদের সংগঠন ‘র্যাঙ্ক’-এর সদস্যবৃন্দ, অনিয়মিত শিল্পী ও কলাকুশলীরাবৃন্দ মন্ত্রী মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান।
Leave a Reply