বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
কক্সবাজার ৭১ ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কাটিরহাট বাজারের দক্ষিণ পাশে নাজিরহাট মহাসড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেলিম মিয়া নিহত হয়েছে।
সে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড দক্ষিণ-পুর্বনয়াপাড়া(থমতলার) বাসিন্দা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এসময় আরো একজন নিহত হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে,ঢাকা থেকে আসা নাজিরহাট মুখি হানিফ পরিবহনের একটি চেয়ারকোচের সাথে হাটহাজারী মুখি একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়।
এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তার হোসেন।