রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন
নাক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় ৪ পুলিশ কর্মকর্তার বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) বৃহস্পতিবার রাত ১০ টায় নাইক্ষ্যংছড়ি থানা মিলনায়তনে অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন,নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন,ঘুমধুম ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ,নাইক্ষ্যংছড়ি উপজেলার দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ,সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মোঃ শাহজাহান,প্রেসক্লাবের সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল,সদস্য মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদুস সাত্তার,ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশর প্রমূখ ।
সংবর্ধিত পুলিশ,কর্মকর্তারা হলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ কানন চৌধুরী,ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন, সেকেন্ড অফিসার নুরুল ইসলাম, এসআই গোলাম মোস্তফা।