মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন

বিয়ের আগেই মা হলেন স্বরা

কক্সবাজার ৭১ ডেস্ক:

কবে হবে বিয়ে তার ঠিক নেই৷ মা হওয়ার ব্যাপার তো আরও দূরে৷ তাই অপেক্ষায় থাকতে রাজি নন বলিউডের অভিনেত্রী স্বরা ভাস্কর। বিয়ের আগেই মা হওয়ার বন্দোবস্ত করে ফেলেছেন তিনি।

সুস্মিতা সেন, সানি লিওন, রবিনা ট্যান্ডন, একতা কাপুর, নীলম কোঠারিদের দেখানো পথে হেঁটে তাদের মতোই সন্তান দত্তক নিতে চলেছেন স্বরা।

তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তার বাবা মা।

ভারতের এক সংবামাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স অথরিটি (সিএআরএ)-র সঙ্গে দত্তক নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। সংস্থা তাকে আপাতত অপেক্ষমাণ তালিকায় রেখেছে।

হবু মা এক বিবৃতিতে বলেছেন, ‘আমি আজীবন সুন্দর একটি পরিবার এবং সুস্থ সন্তান চেয়েছি। কাউকে দত্তক নেওয়া একসঙ্গে এই দুই চাওয়া পূরণ করে। আমি ভাগ্যবান, আমার দেশ ভারত অবিবাহিত নারীকেও দত্তক নেওয়ার অনুমতি দেয়।’

এদিকে কিছুদিন আগেই পিসি হয়েছেন স্বরা৷ তার ভাইয়ের ঘরে জন্ম নিয়েছে ফুটফুটে এক মেয়ে।

৭১/এমইউএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *