শনিবার, ০৮ মার্চ ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

জেলার ১৬ ইউপির ভোট গ্রহণ শেষ। আটক- ২১, স্থগিত ১কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক :

শেষ হয়েছে কক্সবাজারের ১৬ টি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার ১২ নং ওয়ার্ডের ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনার কাজ।

মঙ্গলবার সকাল ৮টা থেকে উৎসবের আমেজে শুরু হওয়া ভোট গ্রহণ। যা শেষ হয় বিকাল চারটায়। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত।

তৃতীয় ধাপে কক্সবাজার জেলার চকরিয়ায় ১০ ও পেকুয়ার ৬ টি ইউপিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ডেও উপনির্বাচনের অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়ার ১০ টি ইউপিতে ৯১ টি কেন্দ্রে, ভোটার ১ লক্ষ ৭ হাজার ৯৯২ জন। আর ১০ ইউপিতে চেয়ারম্যান   পদে ৬৪ জন, সংরক্ষিতসহ  সদস্য পদে ৪৯৮ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।

পেকুয়ার ৬ টি ইউনিয়নে ভোট কেন্দ্র ৫৪ টি। মোট ভোটার ৯৪ হাজার ২৫১ জন ,চেয়ারম্যান পদে ৪৫ জন, সংরক্ষিতসহ সদস্য পদে ৩৪৪ জন  প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন।

পেকুয়া সদর ইউনিয়ন এবং চকরিয়ার লক্ষ্যারচর ও সাহারবিল ইউনিয়নে এবার ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে।

এছাড়াও কক্সবাজার পৌরসভায় ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপ নির্বাচন ও সুষ্ঠুভাবে শেষ হয়েছে। দীর্ঘ লাইনে দাড়িয়ে অসংখ্য ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে প্রতিটি কেন্দ্রে,বিশেষ করে নারী ভেটারের উপস্থিতি বেশ লক্ষনীয় ছিল। এই ওয়ার্ডে ভোটার সাড়ে ছয় হাজার,যেখানে কাউন্সিলর পদে নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করেছেন

তবে চকরিয়ায় জালভোট প্রদানের চেষ্টাসহ নানান অভিযোগে ২১ জনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী।

অন্যদিকে পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ফাঁসিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলযোগের কারণে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় কেন্দ্রটি স্থগিত করেছে প্রিজাইডিং অফিসার।

71/munoyon


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *