রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
কক্সবাজার ৭১ ডেস্ক:
অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো! সিঁথি সাহা ও শাফকাত আমানত আলীর প্রথম মিউজিক ভিডিও মেরিল নিবেদিত ‘রাত জাগা পাখি’র শুভমুক্তি হলো।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর ইমপেটাস লাউঞ্জে ‘রাত জাগা পাখি’ মুক্তি পেল গুণী মানুষের করতালির শব্দে।
স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ব্র্যান্ড মেরিল নিবেদিত, ইন্দ্রদীপ দাশগুপ্তের কথা ও সুরে, জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি সাহা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীতশিল্পী শাফকাত আমানত আলীর প্রথম মিউজিক ভিডিও এটি।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথির আসন উজ্জ্বল করেছেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন গুণী চিত্রনায়ক ওমর সানী সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেক উজ্জ্বল মুখ।
71/এমইউএন