রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পূর্বাহ্ন
সাইফুল ইসলাম সায়েফ, মহেশখলী।
মহেশখালীর হোয়ানক ইউপিস্থ ৬ নং ওয়ার্ডের জব্বার মার্কেট এলাকার ফোরকান আহমদ এর পুত্র মৌঃ আহসান উল্লাহ’র বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ টি বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।
গত ২ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাওলানা আহসান উল্লাহর বাড়িতে হটাৎ আগুন দেখা গেলে এতে আশেপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে তবে মহুর্তে আগুন ছড়িয়ে পড়ায় নিভানোর সম্ভব হয়নি।
পুড়ে যাওয়া বাড়ির মালিক মৌঃ আহসান উল্লাহ জানান, তার একটি শ্যালকের সড়ক দূর্ঘটনার খবরে স্ত্রী বাবার বাড়িতে ভাইকে দেখতে যান এবং তিনি রাজুয়ারঘোনা বাজারে নিজের ওষুধের ফার্মেসিতে ছিলেন। এমন সময় পথচারীরা তার তালাবদ্ধ বাড়িতে আগুন লাগার খবর দিলে তাৎক্ষণিক প্রতিবেশী লোকজনসহ আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন ততক্ষণে নগদ ৬৪ হাজার টাকা আসবাবপত্র স্বর্ণ অলংকার সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে মহেশখালী সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মহুর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউপি মেম্বার আজিজুর রহমানের জানান, রাত ৮ টার দিকে অগ্নিকান্ডের ঘটন ঘটেছে। পূর্ব শত্রুতার জের ধরে এই অগ্নি সংযোগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়দের ধারণা মতে, বাড়িতে আহসান উল্লাহর স্ত্রী না থাকায় তার ছেলে সন্ধ্যার দিকে রান্নাঘরে ভাত রান্না করেছিল, সম্ভব বাড়ির চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে।
৭১/এমইউএন