কায়সার হামিদ মানিক,উখিয়া।
কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যংয়ের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও ইয়াবাসহ রবিন নামের এক যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন।
আটক রবিন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা এলাকার ক্যাচচিং চাকমার ছেলে।
কামরান হোসেন জানান, শনিবার ভোরে ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রবিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি রিভলবার, চারটি গুলি ও ২ হাজার ২৭২ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনিব্যবস্থা শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।
Related