মোঃ আশেক উল্লাহ ফারুকী টেকনাফ:
মাদক সহ বিভিন্ন অপরাধ দমনে সাহসিকতার সাথে নিরলসভাবে দায়িত্ব পালন করায় কক্সবাজার জেলার টানা ৫ ম বারের মতো ও’সি হিসেবে সম্মাননা পেলেন.টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ও’সি)মোঃ হাফিজুর রহমান। ৫ ডিসেম্বর ( রোববার) সকাল ১০ টায় কক্সবাজার জেলা পুলিশ সদর দপ্তরে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় চলতি বছর নভেম্বর ২০২১ মাসের অপরাধ দমন সহ সার্বিক মূল্যায়ন করে টেকনাফ মডেল থানায় কর্মরত অফিসার ইনচার্জ (ও’সি) মোঃ হাফিজুর রহমানকে জেলার শ্রেষ্ঠ (ও’সির) সম্মাননা প্রদান করা হয়। উল্লেখ্য এর পূর্বে অনুরুপভাবে চতুর্থ বারের মতো জেলার শ্রেষ্ঠ সম্মাননা অর্জন করে ৫ ম বারের মতো তারই ধারাবাহিকতায় সাফল্যের পথে এগোচ্ছে।
DC71/munoyon
Related