রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
গত ০৫ ডিসেম্বর ২০২১ তারিখ ১৬৪০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ভাসানচর কর্তৃক হাতিয়ার নিঝুম দ্বীপ হতে আনুমানিক ১৫ নটিক্যাল মাইল পূর্বে বঙ্গোপসাগর থেকে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া এমভি হাওলাদার নামক একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। জানা যায় গত ২৮ নভেম্বর ২০২১ উক্ত ফিশিং বোটটি পাথরঘাটা হতে ১৩ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে গমন করে। পরবর্তীতে গত ০১ ডিসেম্বর ২০২১ আনুমানিক সকাল ১১০০ ঘটিকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বোটটি সমুদ্রে ভাসতে থাকে। এক পর্যায়ে ভাসমান বোট থেকে মাঝিরা কোস্ট গার্ড এর সাথে যোগাযোগ স্থাপন করে সহায়তা চাইলে বিসিজি স্টেশন ভাসানচর থেকে একটি উদ্ধারকারী দল দ্রুততার সহিত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফিশিং বোটটিসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত জেলেদের বিসিজি স্টেশন ভাসানচরে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের নিকট এবং ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তাস্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।
DC71/munoyon