নিজস্ব প্রতিনিধি:
২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে উত্তর নলবিলা উচ্চ বিদ্যালয়ের জন্য নির্মিত বহুতল ভবন,
উদ্বোধনের অাগে বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে, এলাকার লোকজনের মাঝে চলছে অাতংক।
জানাযায় নির্মাণ কাজের শুরুতে ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বার বার স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী করলে ও কাজ তদারককারী মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তা অামলে না নেয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।
কক্সবাজারে মহেশখালীর উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা উচ্চবিদ্যালয়ের জন্য দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বহুতল ভবন নির্মাণের জন্য ২ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেযা হয়।
উক্ত ভবন নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান শুরু থেকে বিভিন্ন অনিয়ম করে কাজ করায় এলাকাবাসী বহুবার নির্মাণ কাজে বাঁধা ও দেন।
কিন্তু তদারককারী প্রতিষ্ঠান মহেশখালী উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা তা মোটেই অামলে নেননি।
ফলে ঠিকাদার যেনতেন ভাবে উক্ত ভবন নির্মাণের কাজ কযেকমাস পৃর্বে সন্পন্ন করেন।
কিন্তু উদ্বোধনের অপেক্ষায়।
এ সময়ের মধ্যে উক্ত ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে।
তা দেখে ঐ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চলছে ভয়-ভীতি।
উক্ত স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান
উদ্বোধনের অাগে ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরায় তিনি নিজেই অাতংকিত।
ভবন উদ্বোধনের অাগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি তদন্ত টিম পরিদর্শনের দাবী জানান স্কুল কমিটির সদস্যরা।
এবিষয়ে মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা থেকে জানার জন্য ফোন করা হলে ফোনে না পাওয়ায বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
dc71/munoyon