বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
বার্তা পরিবেশক:
ঈদগাঁও উপজেলার ইসলামাবাদে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আহত হয়েছে এক যুবক।
সোমবার (৬ ডিসেম্বর) বিকাল ৫ টায় ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপের খীল ব্রীজ সংলগ্ন স্হানে এ ঘটনা ঘটে।
হামলার শিকার রিদুয়ানুল হক জুয়েল পেশায় ফার্নিচার মিস্ত্রি ও একই এলাকার চাঁন মিয়া সওদাগরের ছেলে।
ফার্নিচার কাশেম প্রকাশ বামাইয়া কাশেমের নেতৃত্বাধীন সংঘবদ্ধ বাহিনী এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
আহত জুয়েলের বড় ভাই ইমরানুল হক রুবেল জানান, ইউছুপের খীল এলাকার বার্মাইয়া কাশেম ও তার বাহিনীর বিভিন্ন অপকর্মের ব্যাপারে ইতোপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করে স্হানীয় যুবকরা।
এর জের ধরে উপরোক্ত কাশেমের নেতৃত্বে হামলা চালায় তার দুই ভাইসহ আরো কয়েকজন ।
অভিযুক্ত কাশেম একই এলাকার নূর আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন বিকেলে বাড়ী থেকে বের হয়ে ঈদগাঁও বাজারে নিজস্ব ফার্নিচারের দোকানে আসছিল ভিকটিম জুয়েল ।
এ সময় উপরোক্ত স্হানে পৌঁছলে পূর্ব থেকে উৎ পেতে থাকা কাশেমের নেতৃত্বে তার ভাই জামাল হোসেন, সোনা মিঞা, একই এলাকার হারুনুর রশীদ, আবদুল্লাহ ও মিছবাহ উদ্দিন মিলে হাতুড়ি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে । এসময় জুয়েলকে ছুরিকাঘাতও করে রোহিঙ্গা কাশেম।
এতে তার মেরুদণ্ড, কোমর, হাঁটু ও পায়ে গুরুতর জখম হয়।
পরে এলাকাবাসী জুয়েলকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁও বাজারের একটি ক্লিনিকে ভর্তি করেন।
সেখানে তার অবস্হার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে রেফার করেছেন চিকিৎসকরা। তার অবস্হা আশংকামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
স্হানীয়রা জানান, বিগত প্রায় দুই দশক আগে তৎকালীন বার্মা থেকে স্বপরিবারে বাংলাদেশে অনুপ্রবেশ করে কাশেমের পিতা নূর আহমদ।
পরে স্হানীয় বিতর্কিত এক জনপ্রতিনিধির সহায়তায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় তারা। তার বড় ছেলে কাশেম প্রকাশ ফার্নিচার কাশেম সংঘবদ্ধ এক বাহিনী গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্হা নেয়া হবে।