রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানের সঙ্গে ফোনালাপ ফাঁসের ঘটনায় চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে র্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে।
মঙ্গলবার (০৭ ডিসেম্বর) বিকেলে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সম্প্রতি ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও চিত্রনায়ক ইমনের ভাইরাল হওয়া অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে ডেকে আনা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।
সম্প্রতি তথ্যপ্রতিমন্ত্রী মুরাদ হাসান সম্প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদো জিয়া, তার ছেলে তারেক রহমান, নাতনি জায়মা রহমান সম্পর্কে অত্যন্ত অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন যা নারী বিদ্বেষী, বর্ণবাদী, বিকৃতরুচি সম্পন্ন ও যৌন হয়রানিমূলক। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তথ্যপ্রতিমন্ত্রী। এর জেরে ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।