রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
স্বামীর প্রেমিকাকে রাস্তায় ফেলে হেলমেট দিয়ে পেটালেন স্ত্রী। পেটের ওপর দিলেন লাথিও। বৃহস্পতিবার এমনই দৃশ্যের সাক্ষী হল পশ্চিমবঙ্গের আসানসোলবাসী। মারধরের পর স্বামীর প্রেমিকাকে পুলিশের হাতেও তুলে দেন ওই নারী।
পুলিশ সূত্রে খবর, আসানসোল বার্নপুর রোডে পুলিশ লাইন এলাকায় একটি হোটেলে ছিলেন মোহনলাল নামে বার্নপুরের এক বাসিন্দা। তার সঙ্গে এক নারীও হোটেলে ছিলেন। মোহনলালের স্ত্রী তার পিছু নিয়েছিলেন। হোটেলের ঘর থেকে তিনি মোহনলালকে ওই নারীসহ পাকড়াও করেন। মারধর করেন নারীকে।
ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, স্বামীর প্রেমিকাকে পুলিশ নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তাকে হেলমেট দিয়ে মাথায় ও পায়ে আঘাত করেন ওই নারী। এরপর ওই তরুণীকে রাস্তায় ফেলে পেটাতে থাকেন।
দুজনকেই আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পরে তাদের থানা থেকেই জামিন দেওয়া হয়। ভিডিওয় দেখা গেছে, স্বামীর প্রেমিকাকে থানা চত্বরে ঢুকেও মারধর করেন ওই নারী। চুলের মুঠি ধরে তাকে রাস্তায় ফেলে মারেন তিনি।