রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৯:২২ পূর্বাহ্ন
কক্সবাজার ৭১ ডেস্ক:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরনার্থী শিবিরে আশ্রয় নেয়া রোহিঙ্গারা এখনই ঐক্যবদ্ধ না হলে আরসার আধিপত্য বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাবেক পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক।
বৃহস্পতিবার এক ওয়েবিনারে তিনি বলেন, অনেকে ধারণা করেন কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অস্থিতিশীলতার জন্য মিয়ানমার আরসাকে ব্যবহার করছে। আরসার বিরুদ্ধে রোহিঙ্গারা ঐক্যবদ্ধ না হলে তাদের অধিকার আদায় কঠিন হবে।
বাংলাদেশ, গাম্বিয়া ও ব্রাসেলসভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নো পিস উইদাউট জাস্টিস’ আয়োজিত এক ওয়েবিনারে মো. শহীদুল হক এ কথা বলেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য রাষ্ট্রপক্ষগুলোর ২০তম সাধারণ অধিবেশনের ফাঁকে ওয়েবিনারটি আয়োজন করা হয়।
নো পিস উইদাউট জাস্টিসের পরিচালক অ্যালিসন স্মিথ এটি সঞ্চালনা করেন।
শহীদুল হক রোহিঙ্গা গণহত্যার মামলা আইসিজেতে নেওয়ার জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, এ সমস্যা সমাধানে বাংলাদেশ আইসিসি, আইসিজে ও আইআইএমএমে গেছে বলে সমস্যা সমাধানে আমি আশাবাদী।
তিনি আরো বলেন, কখনো কখনো ভূরাজনীতির প্রসঙ্গটি বিভ্রান্তিকর। রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ দেখেছে চীন, ভারতের পাশাপাশি আসিয়ানভুক্ত গুরুত্বপূর্ণ দেশগুলো এ বিষয়টির মানবিক ও সমাধানের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখেছে।
বাংলাদেশ যখন আইসিসি ও আইসিজেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা আন্তর্জাতিক আদালতে না যেতে চাপ দিচ্ছিল।