শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

ভুঁয়া এমবিবিএস ডাক্তার ডি বি শর্মা আটক

নিজস্ব প্রতিবেদক:
নেই প্রাতিষ্ঠানিক কোন যোগ্যতা। দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে দীপঙ্কর বিনোদ শর্মা ওরফে ডি বি শর্মা নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত আটটার দিকে শহরের হাসপাতাল সড়কে তার চেম্বার থেকে তাকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অকপটে শিকার করেন ডাক্তার হিসেবে পরিচয় দেয়ার যোগ্যতা অর্জন করেননি তিনি। আটক দীপঙ্কর বিনোদ শর্মা ওরফে ডিবি শর্মা মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জগদিস চন্দ্র শর্মার ছেলে।
এক রোগীর অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে নামে র‌্যাব। তারপর কথিত ডাক্তার ডি বি শর্মা কোন ধরণের প্রাতিষ্ঠানিক সনদ ছাড়া চিকিৎসা প্রার্থীদের সঙ্গে প্রতারণা করে আসছেন এমন তথ্য নিশ্চিত হয় র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক তানভীর হাসান বলেন, একজন চিকিৎসাপ্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানে আমরা জানতে পারি কথিত চিকিৎসক ডি বি শর্মা কোন প্রাতিষ্ঠানিক সনদ ছাড়ায় চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকারও করেছেন। তারপরও আমরা আরও তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *