বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ ডিসেম্বর) সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে বিদায়ী সভাপতি এডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে এই সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক বাবুল শর্মার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মতি পদ্মাবতী দেবী, জেলা পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী।
এসময় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, জেলা কমিটির বিদায়ী সভাপতি এড রনজিত দাশ, রতন দাশ, অধ্যাপক অজিত কুমার দাশ, দীপক শর্মা দিপুসহ জেলা কমিটির সিনিয়র নেতৃবৃন্দ।
সম্মেলনের পরে ভোটারদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর। তিনি ৩৮ ভোটের মধ্যে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল শর্মা পেয়েছেন ১৩ ভোট। তবে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা বেন্টু দাশ।
সম্মেলনে বক্তারা বলেন, সনাতনী সম্প্রদায়ের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অধিকার প্রতিষ্ঠা ও সকল সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান।